পূর্ব দিকে সূর্য ওঠে ভোর বিহানে
আমি দেখি রাঙা প্রভাত পাখির গানে।
ঘুম ভাঙে ভাই আমার তো রোজ মায়ের ডাকে
সমুদ্র কি আমারই পথচেয়ে থাকে!
পায়ে পায়ে যাই এগিয়ে এড়িয়ে ধুলো
মা কি তখন রান্নাঘরে জ্বালায় চুলো?
ফুলবাগানে ফুলরা শুধু গন্ধ বিলায়
কবিরাও দেখ কেমন ছন্দ মিলায়।
আমি ছুটি পথে পথে হাওয়ায় হাওয়ায়
ভালোবাসার চেয়েও প্রিয় ভালোবাসায়।
পথ হারিয়ে যাই হারিয়ে কোন সে বনে?
নিরন্তর এ যুদ্ধ আমার মনের সনে।








