একবার এসে দেখলি না,
একবারও কি তোর সময় হলো না?
আমার কষ্টের পিষ্ট ক্লিষ্ট কপোলে
হাত রেখে চোখের নোনাজল মুছে দিতে।
আমি কত রকম সুখের পসরা সাজিয়ে
বসে ছিলাম সদরঘাটের লবণের হাটে,
হুইসেল বাজিয়ে সারেং ছুটে চলে গেল
কর্ণফুলীর সমান্তরাল জল তরঙ্গে সমুদ্রের মোহনায়।
আমি বসে থাকি বাঁচার আশায়।
অথচ কি যে নিষ্ঠুরভাবে,
আমার সমান্তরাল পাটাতনে কালা যাদু নিয়ে
পিকাসোর ছবি আঁকে বর্ণিল বর্ণের শ্বাপদ।
মর্মর মর্মর শব্দে মোচড়ে মোচড়ে ভেঙে ফেলেছে
আমার বাম পাঁজরের বসত বাড়ি।
আমি তোর পথ চেয়ে অপেক্ষায় থাকি,
এক জীবনে আরেকবার দেখা হোক,
আরেকবার আমাকে কষ্টের কাফনে দাফন করে যা।
এখানে মানুষ থাকে না, এখানে কেউ আমাকে
ভালোবাসে না! কেউ আমাকে ছায়া দেয় না, মায়া দেয় না।
আমি একটু ভালোবাসার জন্য, একটু মমতার জন্য,
একটু রোদ্ররে জন্য, কতবার কতভাবে অনুনয় বিনুনয়
করে মিনতি করেছি, এরা তখন মানুষ থেকে সর্প সেজে
দর্প করে ফনা ফুলিয়ে ছোবল দিয়েছে, কেবলই ছোবল দিয়েছে।
প্রিয় বন্ধু আমার, আমি আজ আর তোর মতো বেঁচে নেই।








