তবুও তাদের অন্তরের মধ্যে ভালবাসা স্থাপন করতে পারতেন না; কিন্তু আল্লাহ্্ তাদের অন্তর ভালবাসা দ্বারা মিলিয়ে দিয়েছেন। নিশ্চয়ই তিনিই পরাক্রমশীল, প্রজ্ঞাময়।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬৩) সূরা আল–আন্ফাল।
কিয়ামতের দিন মুমীনের দান তাহার জন্য ছায়া হইবে।
– আল–হাদীস (আহমাদ)।
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক মহৎ।
– হোমার।







