লালদীঘি মাঠে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলায় দর্শনার্থীদের ভিড়

প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা ও অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে : বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর লালদীঘি মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় সরকারিবেসরকারি প্রতিষ্ঠান, খামারি, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের অংশগ্রহণে এই মেলা অত্যন্ত সফল হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, জেলা প্রশাসন উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে সমন্বয়ে কাজ করে যাবে।

চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিয়ার রহমান বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ ও উন্নত জাত ব্যবহারে খামারিদের আরও সক্ষম করতে বিভাগীয় দপ্তর সর্বাত্মক সহায়তা দিচ্ছে। এ ধরনের মেলা জ্ঞান বিস্তারে কার্যকর। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (বহিঃরাঙ্গণ কার্যক্রম) পরিচালক অধ্যাপক ড. .কে.এম. সাইফুদ্দিন বলেন, গবেষণা ও প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সবসময় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। খামারিরা যেন আধুনিক পদ্ধতি ব্যবহার করেন সে বিষয়ে আমরা পরামর্শ ও সহায়তা দিচ্ছি।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ২০২৫ উপলক্ষে আয়োজন করা এই সেবা মেলার মাধ্যমে জনগণের কাছে সরকারি সেবা, প্রযুক্তি ও পুষ্টি বিষয়ক সচেতনতা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষ আজকের মেলা থেকে বাস্তব জ্ঞান ও দিকনির্দেশনা পেয়েছেন। মেলায় স্থাপিত ৫০টি স্টলে উন্নত জাতের গরু (৪০ লিটার দুধদায়ী গরুসহ), মহিষ, ভেড়া, ছাগল, তিতির, মুরগি, কবুতর ও বিভিন্ন পোষা প্রাণী প্রদর্শিত হয়। এছাড়া খামার ব্যবস্থাপনা প্রযুক্তি, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধের সেবা প্রাণিজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওষুধ কোম্পানি ও সরকারি সেবার স্টল ছিল। মেলায় উপস্থিত ছিলেন প্রায় ২০৩০ হাজার দর্শনার্থী, যারা সরাসরি দেখে শেখার সুযোগ পান। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ পুষ্টি সেবা প্রদান করা হয়, মাত্র ৫ টাকায় সিদ্ধ ডিম/ প্রতিটি, ডিম প্রতি ডজন ১০০ টাকা, ৭০ টাকায় লিটার দুধ। প্রতি কেজি বিনামূল্যে এক কাপ দুধ পান। পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম ব্যাপক প্রশংসা পায় এবং সারাদিন দর্শণার্থীদের ভিড় দেখা যায়। প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলা চট্টগ্রামে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে খামারি বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে আদালতের সমন জারি