চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

তিনি নিজেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করে আসছিলেন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম মিনহাজ ইসলাম রিফাত। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দাবি করে মেয়েদের উত্যক্ত করে আসছিলেন। গতকাল বুধবার ক্যাম্পাস সংলগ্ন একটি দোকান থেকে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে সনাক্ত করে জিরো পয়েন্ট পুলিশ বঙে নিয়ে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে। তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, আটককৃত মিনহাজ ফটিকছড়ির আর এইচ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন। কখনও ক্লাস না করলেও তিনি ক্যাম্পাসে নিয়মিত ঘোরাফেরা করতেন, অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠাতেন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রেণি প্রতিনিধি সৃজিতা বলেন, আমরা অনেক আগে থেকেই তার কথা শুনে আসছি। তিনি আমাদের বিভাগের অনেক মেয়েকে কুরুচিপুর্ণ মেসেজ পাঠান। নিজেকে আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করে আসছিলেন। কিন্তু আমি যেহেতু ব্যাচের সিআর তাই সবাইকে চিনি। ফলে আমি বুঝতে পেরেছি তিনি ভুয়া শিক্ষার্থী। আজকে তাকে আমরা হাতেনাতে ধরতে পেরেছি।

এ বিষয়ে জানতে চাইলে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা তাকে আটক করেছি। সে যে ভুয়া শিক্ষার্থী এটা আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া তার কাছে আমরা একটি পরিচয়পত্র পেয়েছি যেখানে সে একটি হসপিটালে চাকরিরত দেখাচ্ছে। হাসপাতালটি আর এইচ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচিত। এটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত। তিনি আরও বলেন, উক্ত ভুয়া শিক্ষার্থী চবির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব কাজ করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরের কাছে প্রেরণ করেছি। বাকি সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা চলাকালীন বিদ্যালয় মাঠে ১৫ দিনব্যাপী কুটির শিল্পমেলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন পুলিশ সুপার নাজির আহমেদ খান