বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমানের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাট শ্রমিক নেতৃবৃন্দ, গুণীজন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনাও করা হয়। মাহফিলে সাঈদ আল নোমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা। প্রেস বিজ্ঞপ্তি।












