সাগরিকায় নির্মিতব্য ১০ তলা বিশেষায়িত হাসপাতালের অগ্রগতি নিয়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির দ্বিতীয় সভা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর আগামী ১৩ ডিসেম্বর উদ্বোধনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সাগরিকায় সরকার কর্তৃক প্রাপ্ত জায়গায় ভবন নির্মাণ, পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি ও নার্সিং ইনস্টিটিউট করতে দ্রুত সিডিএ’র প্ল্যানের অনুমোদন নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। এছাড়া ভবন নির্মিত হলে দুটি ফ্লোর নার্সিং ইনস্টিটিউটের জন্য রাখার পরামর্শ দেন বক্তারা। পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য কী কী করা প্রয়োজন এসব বিষয়ে অধ্যাপক ও ডাক্তারদের নিয়ে একটি প্রোফাইল উপস্থাপন করানো হয়। একইসঙ্গে হাসপাতালের বিশেষ ড্রয়িং করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ও বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, মো. জাহেদুল হক, সাকিফ আহমেদ সালাম, স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার সৌমিত্র বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











