গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী দিনে রাজারানী মঞ্চস্থ

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী দিনে গতকাল মঙ্গলবার মূল মিলনায়তনে ‘রাজারানী’ পরিবেশন করে প্রতিনিধি নাট্য সমপ্রদায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি আধুনিক অবাস্তব প্রহসন রাজারানী। একজন খ্যাতিমান অভিনেতা জীবন লালের মঞ্চ থেকে উধাও হয়ে যাওয়া এবং তৎপরবর্তী সময়ে বিভিন্ন চরিত্রের ভূমিকা নিয়ে এর কাহিনি। মঞ্চ থেকে উধাও হওয়ার পর থেকেই জীবনলাল ‘রাজা’! দেশের নানাস্থানে ঘুরে ঘুরে রাজার সংলাপ বলে চলে। তার মুখ থেকে উচ্চারিত হয় একজন অসহায় রাজার আক্ষেপ নিষ্ঠুর সত্য। নাটকটি নির্দেশনা দিয়েছেন হাসান জাহাঙ্গীর। অভিনয়ে অংশ নেনসাবিহা আকতার, সিফাত সরোয়ার সোহেলী, সজীব দত্ত, সায়েম উদ্দীন, বৃষ্টি পুরোহিত, হাসান জাহাঙ্গীর, ইয়াসির সিলমী, সঞ্জয় ধর, গোলাম সাদেক ও ধীমান দাশ।

সন্ধ্যায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্যকর্মী প্রবীর পালের সঞ্চালনায় একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। দলীয় নৃত্য পরিবেশন করে হেরিটেজ অব হিলস্‌। নৃত্য পরিচালনায় ছিলেন কারিনা চাকমা। শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল অংশগ্রহণকারী নাট্যসংগঠনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি, দর্শকস্রোতা, পৃষ্ঠপোষক, গণমাধ্যম বিশেষ করে দৈনিক আজাদী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গ্রুপ থিয়েটার উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট গ্রুপ ও ডলবম কোরিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসাগরিকায় নির্মিতব্য বিশেষায়িত হাসপাতালের অগ্রগতি নিয়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভা