রাত্রি গভীর নিঝুম আঁধার হাঁটছি একা একা
হঠাৎ যেন অন্ধকারে আলোর সাথে দেখা।
সামনে যতই যেতে থাকি আগ বাড়িয়ে পথ
অন্ধকারের আলোয় দেখি দূরের ভবিষ্যৎ।
পা বাড়ালাম ঘুমিয়ে যাওয়া স্নিগ্ধ সবুজ ঘাসে
ঘাসরা জেগে ধন্য করে কলকলিয়ে হাসে।
ভাঙলো হঠাৎ বৃক্ষরাজির মুগ্ধ নীরবতা
আমার সাথে সখ্য করে বললো কত কথা।
ঝিঁঝিঁ পোকা শুনিয়ে দিলো মাতাল হাওয়ায় গান
ভয় জাগানো সময়টাতে জয় করে আনচান।
স্বর্ণচাঁপা পাপড়ি মেলে বাড়িয়ে দিলো হাত
রাতটা এখন ভয়হীনা এক আলোয় বাজিমাৎ।
আকাশ দিলো শক্তি সাহস মাথার ওপর ছায়া
অন্ধকারও গন্ধ ঢেলে ছড়ায় পথে মায়া।
রাত্রি মানে ঝমকালো এক মেঘের ঘনঘটা?
নয় তা মোটে– নতুন পথের একটু আলোর ছটা।











