কর্ণফুলী উপজেলার শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ের জানালা ভেঙে ঢুকে ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা ও নগদ ৪ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্রও এলোমেলো করে ফেলে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা পারভীন বলেন, রাতে চুরির পর সকালে এসে দেখি অফিসকক্ষ লণ্ডভণ্ড। ফাইলপত্র এলোমেলো, ল্যাপটপ–সিসিটিভি নেই। থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু তেমন সুরাহা পাইনি। বুধবার (আজ) সকালে আবার যাব। তিনি জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। নৈশপ্রহরী না থাকায় চোরেরা সহজেই সুযোগ নিচ্ছে বলে দাবি তার।
কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বড়উঠান, শিকলবাহা ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস এবং জুলধা ইউনিয়ন পরিষদেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ওইসব ঘটনার বেশিরভাগেরই রহস্য উদ্ঘাটন করা হয়েছে।











