প্রশাসনিক প্রয়োজনে দেশের ৭০৮টি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার চারটিসহ ৮১টি কলেজ স্থান পেয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। এ ক্যাটাগরির তালিকায় সারা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম কলেজ। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখা ক্যাটাগরি বিভাজন করে প্রজ্ঞাপন জারি করে। তালিকায় দেশের ৭৪টি কলেজকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়। এর মধ্যে চট্টগ্রামের আছে ৪টি। এছাড়া দেশের ৪৪৬টি ‘সি’ ক্যাটাগরির কলেজের মধ্যে ১৩টি ও ১০৭টি ‘ডি’ ক্যাটাগরির কলেজের মধ্যে চট্টগ্রামের আছে ২টি।
ক্যাটাগরি করার কারণ : কী কারণে সরকারি কলেজগুলোকে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি। কেবল ‘প্রশাসনিক প্রয়োজন’ উল্লেখ করা হয়। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষ অর্জনে একটি জরুরি নির্দেশনা দেয়। এর প্রেক্ষিতে ক্যাটাগরিতে ভাগ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে ক্যাটাগরি করা হয়েছে।
যে পদ্ধতিতে ক্যাটাগরি : প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। এতে ৮ হাজারের বেশি শিক্ষার্থী ও ১০টির বেশি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়। এছাড়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি হলে ‘বি’ ক্যাটাগরি, শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ হাজারের কম এবং অনার্সের বিষয় ১ থেকে সর্বোচ্চ ৪টি হলে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়। যেখানে শুধু উচ্চ মাধ্যমিক পর্যায় চালু আছে সেগুলোকে রাখা হয় ডি ক্যাটাগরিতে। চট্টগ্রামের কলেজগুলোর অবস্থান : এ ক্যাটাগরিতে ২ নম্বরে আছে চট্টগ্রাম কলেজ। এছাড়া ৫ নম্বরে সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, ৩৬ নম্বরে সরকারি সিটি কলেজ ও ৬৮ নম্বরে পটিয়া সরকারি কলেজ।
বি ক্যাটাগরি : তালিকায় বি ক্যাটাগরিতে চট্টগ্রামের কলেজগুলোর মধ্যে ৬ নম্বরে আছে সরকারি কমার্স কলেজ, ৮ নম্বরে আছে সাতকানিয়া সরকারি কলেজ, ১০ নম্বরে আছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও ৬৬ নম্বরে আছে হাটহাজারী সরকারি কলেজ।
সি ক্যাটাগরি : তালিকায় সি ক্যাটাগরিতে চট্টগ্রামের কলেজগুলোর মধ্যে ৩ নম্বরে আছে স্যার আশুতোষ সরকারি কলেজ, ১১ নম্বরে আছে টিচার্স ট্রেনিং কলেজ, ৫৯ নম্বরে আছে গাছবাড়ীয়া সরকারি কলেজ, ৬৮ নম্বরে আছে সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ, ১৬৮ নম্বরে আছে রাঙ্গুনিয়া কলেজ, ১৬৯ নম্বরে আছে রাউজান সরকারি কলেজ, ১৭৩ নম্বরে আছে নিজামপুর সরকারি কলেজ, ২৪০ নম্বরে আছে ফটিকছড়ি সরকারি কলেজ, ২৪৩ নম্বরে আছে আলাওল ডিগ্রি কলেজ, ২৬৮ নম্বরে আছে আনোয়ারা কলেজ, ৩৬২ নম্বরে আছে চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, ৩৬৫ নম্বরে আছে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ও ৩৯৯ নম্বরে আছে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ।
ডি ক্যাটাগরি : তালিকায় ডি ক্যাটাগরিতে চট্টগ্রামের কলেজগুলোর মধ্যে ৩২ নম্বরে আছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ৪১ নম্বরে আছে বাকলিয়া সরকারি কলেজ।












