জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা নাশকতা, প্রোপাগান্ডা এবং মারামারি–খুনোখুনি করে নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছে। একটি বড় দলের সৃষ্ট সন্ত্রাসে ইতোমধ্যে বিগত ষোল মাসে দু’শতাধিক মানুষ খুন হয়েছে। প্রোপাগান্ডায় ভুয়া আইডি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বেড়ে চলছে। সিভিল ও পুলিশ প্রশাসনকে দেশ ও জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে আরো যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করলেই জুলাই শহীদদের আত্মত্যাগ অর্থপূর্ণ হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে।
গত ২৩ নভেম্বর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার বিশেষ অধিবেশন সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর মজলিসে শূরার সদস্য প্রফেসর আবু বকর রফিক আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, এম এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












