প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন স্মরণ সভা গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস. এম.নছরুল কদির। উপাচার্য বলেন, সিএসই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে এই বিভাগটিকে উজ্জ্বল করার জন্য তিনি খুবই পরিশ্রম করেছিলেন। ইউনিভার্সিটির প্রতি, সিএসই বিভাগ ও এই বিভাগের শিক্ষার্থীদের প্রতি তাঁর দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠা ছিল অতুলনীয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, একজন শিক্ষক যখন বিকশিত হন, তখন তিনি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও প্রাণিত করেন, গড়ে তোলেন। এ ধরনের শিক্ষকই দেশ ও সমাজের কল্যাণ করতে পারেন। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ছিলেন এমন এক ব্যক্তি, যিনি কাজ করতেন এবং নিজেকে গোপন করতেন। তাঁর মতো মানুষ বিরল।
প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দাশ সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের সঙ্গে তাঁর বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আসিফ মোহাম্মদ সাদ, প্রভাষক মু. মেহেদী রহমান, কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট রায়ানুল কাদের চৌধুরী ও সিএসই বিভাগের শিক্ষার্থী ইসমাঈল হোসেন তন্ময়। উপস্থিত ছিলেন অধ্যাপক অমল ভূষণ নাগ, অধ্যাপক ড. মিহির কুমার রায়, আইন বিভাগের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












