চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের নয়া বাজার এলাকায় ওই ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা ও রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম জানান, রেললাইনে খণ্ডিত লাশ পড়ে থাকা নিয়ে বিভিন্ন মাধ্যমে জানার পর বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। রেলওয়ে কর্মকর্তার ধারণা, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, নিহত ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মাথা, হাত ও বুকের পাঁজরে গুরুতর আঘাত রয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় জানা সম্ভব না হলে ময়নাতদন্তের পর লাশটি দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।












