নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গত দুদিনের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।পুলিশ জানায়, কোতোয়ালী থানার এলাকার দেওয়ানজী পুকুরপাড় এলাকার পরিমল দেব ও সুকৃতি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অর্থঋণ আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। একই সঙ্গে টেরিবাজার এলাকার কাটা পাহাড় লেন এলাকার মিল্টন ধরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলার সাজা রয়েছে আদালতের।












