পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার সকালে বন্দুকধারীরা একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘটনায় ৩ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছেন। খবর বাংলানিউজের।
সূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের কমপ্লেক্সটিতেও দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এতে তিনজন জঙ্গি নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলারির প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে। ওই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে কারণ আমাদের সন্দেহ হচ্ছে সদর দপ্তরের ভেতরে কিছু জঙ্গি রয়েছে। বাহিনীর সদর দপ্তর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। যেটি সামরিক সেনানিবাসের কাছে।
এলাকার একজন বাসিন্দা সফদার খান রয়টার্সকে বলেন, রাস্তাটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ এবং (নিরাপত্তা) কর্মীরা এলাকা ঘিরে রেখেছেন।












