তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলা পর্যায়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর খাগড়াছড়ির ১২ টি কলেজের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ। রানার্সআপ হয় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। ফাইনালে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ ১–০ গোলে মাটিরাঙ্গা সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের আসাদ ভূঁইয়া। সর্বোচ্চ গোলদাতার (৩ গোল) পুরস্কার লাভ করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাকিব চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি কলেজ খেলার যোগ্যতা লাভ করেছে। গতকাল ২৪ নভেম্বর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোমানা আক্তার,খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শরাফত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ দৌলা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবির, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার এডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুস, জোতিষ বসু ত্রিপুরা, আনিসুল আলম চৌধুরী আনিক, রাকিব মনি ইফতি, রূপায়ণ ত্রিপুরা প্রমুখ।












