২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনী প্রচারণা শুরুও করে দিয়েছেন। তাই নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন। আসন্ন নির্বাচনে প্রচারণা বহুলভাবে শুরু হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে খেলোয়াড়দের প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে।












