চিটাগং সিনিয়রস’ ক্লাবে ৮০০ কেভিএ সাবস্টেশন উদ্বোধন

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

চিটাগং সিনিয়রস’ ক্লাব লিমিটেডে নবনির্মিত জেন্টস সেলুন, স্পা রুম, স্টিম বাথ এবং নতুন ৮০০ কেভিএ সাবস্টেশন গত ২০ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট ডা. বিশ্বনাথ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্যফাতেমা ফেরদৌস (তন্নি), ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন ও ওয়ালিউল আবেদীন শাকিল। ক্লাবের নতুন ইভেন্ট চালুর মাধ্যমে ক্লাব সদস্যদের সেবায় নতুন মাত্রা যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এতে আরো উপস্থিত ছিলেন ক্লাব সদস্য অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী (সাবেক প্রেসিডেন্ট), ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, ক্যাপ্টেন আমিরুল ইসলাম, এম আর দে এফসিএ, ইঞ্জিনিয়ার মো. আবুল কাসেম, গিয়াসউদ্দিন, কামাল মোস্তফা চৌধুরী, আবুল কামাল আজাদ (কালাম), মোশারফ হোসেন মিন্টু, সিরাজুল হক আনসারি, আকতার আহমেদ চৌধুরী, মো. জাহাঙ্গীর খালেদ, প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, প্যাট্রোস রায়ান ম্যান্ডেস, ইঞ্জিনিয়ার নিখিল চন্দ্র চৌধুরী, ইমরান আহমেদ, মো. আফসার মিয়া, সৈয়দ মনোয়ার হাসান (মনি), এম. ইয়াকুব আলী, এম এ কবির মিল্কী, ডা. ইমাম হোসেন (রানা), মোহাম্মদ মুসা, মো. জাহিদুল ইসলাম মিরাজ, নুরুল আফসার মজুমদার (স্বপন), মো. হাসান, মো. কামাল উদ্দিন, মো. গোলাম মোর্শেদ, এজাজ ইউসুফী, শেখ মোহাম্মদ ইয়াকুব, মো. আলি আকবর, এ কে এম আসাদুজ্জামান (উজ্জল) অ্যাডভোকেট কিশোর কুমার দাশ, অঞ্জন শেখর দাশ, উৎপল রক্ষিত, এস এস জুবায়ের আহমেদ, মো. হারুনুর রশিদ, অ্যাডভোকেট খলিল আহাদ মোস্তফা আনোয়ার চৌধুরী, বাসুদেব সিংহ, শুভ্র চৌধুরী, পুলক পারিয়াল, রাজিব দত্ত, উত্তম কুমার তালুকদার, মানস দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ (জয়), মো. আবদুল রাজ্জাক, মো. কামরুল হাসান ইকবাল প্রমুখ। উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ মানবসম্পদ তৈরির পূর্ব শর্ত দক্ষ ও যোগ্য শিক্ষক
পরবর্তী নিবন্ধসবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই