রাউজানে চোলাই মদসহ গ্রেপ্তার ২

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

রাউজানে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেঙি জব্দ করা হয়। গত রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল মনসুর (২৫) ও মো. রবিউল ইসলাম (২১)

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিন্তায় যিনি আধুনিক, প্রকাশভঙ্গি যাঁর সুস্পষ্ট
পরবর্তী নিবন্ধহালদায় বালুভর্তি ড্রেজার জব্দ, লাখ টাকা জরিমানা