সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) চতুর্দশ বার্ষিক সাধারণ সভা গত ২৩ নভেম্বর নগরীর পূর্ব নাছিরাবাদস্থ কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সভায় সংস্থার বার্ষিক প্রতিবেদন পেশ করেন সহ–সাধারণ সম্পাদক জিন্নাত আরা। বক্তব্য রাখেন ন্যাশনাল লিড (ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) সুরেন্দ্র নাথ সিং, উন্নয়ন সংগঠন মমতা সমন্বয়কারী রুহুল মুহিদ চৌধুরী, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফিন্যান্স ম্যানেজার তপনা শাহ, মো: ইলিয়াস, সংগঠনের প্রধান উপদেষ্টা মো: কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ডাপা ম্যানেজার মোঃ আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশন (ডাপা) একটি কুষ্ঠ আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবন্ধী মানুষকে কেবল প্রতিবন্ধী হিসেবে অনুগ্রহ নয় দিতে হবে মানুষ হিসেবে যথাযোগ্য সম্মান ও অধিকার। প্রতিবন্ধীদের যদি যথাযোগ্য সম্মান, ন্যায্য অধিকার ও সুযোগ–সুবিধা নিশ্চিত করা যায় তাহলে তারা দেশ ও জাতীর জন্য বয়ে আনতে পারে অকল্পনীয় সম্ভাবনাময় অর্জন। তাদের অনেকের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ প্রতিভা। সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিচর্যার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডাপা তৃণমূলের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক দাশ ও নিগার সুলতানা।












