চবি শহীদ আব্দুর রব হলে বৈদ্যুতিক ভোল্টেজ বিপর্যয় শিক্ষার্থীদের ডিভাইস নষ্ট

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে হঠাৎ ইলেক্ট্রিসিটি লাইনে ভোল্টেজ সমস্যার কারণে শিক্ষার্থীদের প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশেরই পিসি, ল্যাপটপের চার্জার, মোবাইল চার্জার, রাউটার, ফ্যান ও লাইট অচল হয়ে যায়। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে হলের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

হলে অবস্থানরত শিক্ষার্থী ইমতিয়াজ নূর বলেন, আজকে যে অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে তা ছিলো অদূরদর্শীতা এবং সঠিক পরিকল্পনার অভাব। না হলে একটা বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে কিভাবে ডিরেক্ট লাইন থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়! এক্ষেত্রে যদি প্রতিটা হলে সার্কিট ব্রেকার থাকতো অবশ্যই এই অপ্রত্যাশিত ঘটনা ঘটতো না।

এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের ভিপি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, শহীদ আবদুর রব হলের ইলেক্ট্রিসিটি লাইনে ভোল্টেজ জনিত সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থীদের পিসি, ল্যাপটপের চার্জার, ফোনের চার্জার, রাউটার, ফ্যান ও লাইট নষ্ট হয়ে গেছে। প্রায় ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, এতবড় একটি হলে দুর্বল ইলেক্ট্রিসিটি লাইন এবং কোন সার্কিট ব্রেকার না থাকা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, যে তার দিয়ে হলে বিদ্যুৎ আসে সেই লাইনে সমস্যার কারণে হঠাৎ ভোল্টেজ বেড়ে গিয়ে শিক্ষার্থীদের অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে। আপাতত বৈদ্যুতিক সমস্যা সমাধান করা হয়েছে। শিক্ষার্থীদের যে ক্ষয় ক্ষতি হয়েছে সেটা নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রশাসনকে চিঠি দিবো। প্রশাসন যাতে শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টা বিবেচনা করে।

পূর্ববর্তী নিবন্ধসালমান রহমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ
পরবর্তী নিবন্ধআমবাগান-ঝাউতলায় রেলের অভিযান ১৫০ দোকান ও ঝুপড়ি উচ্ছেদ