হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। তিনি বলেন, চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। খবর বাংলানিউজের।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর রক্ষা পরিষদের কর্মসূচি স্থগিত স্কপের অবরোধ চলবে
পরবর্তী নিবন্ধভূমিকম্পে আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের