কদমতলীতে কম্বলের গুদামে আগুন, নিভল সাড়ে ৬ ঘণ্টা পর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরের কদমতলীতে একটি ভবনের ৪র্থ তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টায় পুরোপুরি আগুন নির্বাপণ করা হয়।

কম্বল কারখানার শ্রমিকরা জানান, তাদের কারখানা ২য় তলায়। কারখানায় ৬০ জন কর্মচারী কাজ করেন। চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় ১৫০ জন মানুষ কাজ করেন। তবে আগুনের সময় কোনো লোকজন সেখানে উপস্থিত ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের অঞ্চলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনটি উত্তপ্ত হয়ে ছিল। সেখানে পানির সংকটও আছে। রাত ৮টার দিকে নির্বাপণের কাজ শেষ করেছি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি। তবে আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা নেই।

এদিকে নগরীর এমন একটি ব্যস্ততম ও বাণিজ্যিক এলাকায় আগুন লাগার খবরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকা ধোয়া এবং গন্ধে আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় একজন ভবন মালিক জানান, আগুনে আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন এবং আমদানিকারকদের মজুদকৃত পণ্যসহ বিভিন্ন ধরনের মালামালের গোডাউন রয়েছে। আগুন লাগার সাথে সাথে এসব দোকানিদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গণপিটুনিতে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি