আনোয়ারায় গণপিটুনিতে ফজল করিম (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোঠা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফজল করিম বাঁশখালী পৌরসভা এলাকার দরিয়া পাড়া গ্রামের মৃত মফজল আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল জানান, আমি সকাল ৮ টার সময় জানার পর ঘটনাস্থলে যাই, এ সময় এলাকাবাসী আমাকে জানায় সিএনজিতে করে গরু চুরি করতে আসলে এলাকাবাসী ধাওয়া করে স্কুল মাঠে মারধর করে ফেলে রাখে। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানায়, সিএনজিতে করে ৩ জন চোর এসে স্থানীয় একটি বাড়ির ঘোয়াল ঘর থেকে ভোর সাড়ে ৫ টার দিকে গরু চুরির চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেলে চোর চোর বলে চিৎকার দিলে এলাকার লোকজন বের হয়ে ধাওয়া করলে দুই চোর সিএনজি করে পালিয়ে যায় এবং অন্যজনকে এলাকার লোকজন ধরে গণপিটুনি দিলে পরবর্তীতে সে মারা যায়। এ ব্যাপারে নিহত ফজল করিমের স্ত্রী শিরু আক্তারের মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোটা স্কুল মাঠ থেকে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। নিহতের স্ত্রী শিরু আকতার এসে মৃতদেহ শনাক্ত করে।
তিনি আরো বলেন, দেশে সব অপরাধের জন্য আইন আছে, পুলিশ অপরাধ নির্মূলে রাতদিন কাজ করে যাচ্ছে। আইনের কাছে সবাই সমান, কোন ব্যক্তি আইনের উর্ধ্বে নয়। নিহত ব্যক্তি বা যে কোন কেউ অপরাধ সংঘটিত করলে তার জন্য আইন রয়েছে। এলাকার মানুষ চোর ধরলে পুলিশে না দিয়ে গণ পিটুনির নামে মানুষ হত্যা করা আইন বহির্ভূত। স্থানীয় কারো গরু চুরি হয়েছে এ ব্যাপারে পুলিশের কাছে কোন অভিযোগ বা তথ্য নেই। পুলিশ ঘটনার প্রকৃত কারণ তদন্তে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।












