ছাত্রদল নেতা খুনের মামলায় তিন দিনের রিমান্ডে ফজলে করিম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারের বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও গুলি করে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নুরুল আলমকে খুনের মামলায় রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল তার রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কারাগার থেকে ভার্চ্যুয়ালি হাজির ছিলেন ফজলে করিম চৌধুরী। এর আগে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে ফজলে করিমের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীভী রিয়াদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ছাত্রদল নেতা নুরুল আলম রাউজানের নোয়াপাড়ার সাদারপাড়া এলাকার বাসিন্দা। নগরীর চকবাজারের চন্দনপুরা এলাকায় তিনি বসবাস করতেন। ২০১৭ সালের ২৯ মার্চ রাতে চন্দনপুরার বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছর আওয়ামী সরকারের পতনের কিছুদিন পর ১ সেপ্টেম্বর নুরুল আলমের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে চকবাজার থানায় ফজলে করিমসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার এজহারে বলা হয়, ফজলে করিমের নির্দেশে রাউজান থানার এসআই শেখ মুহাম্মদ জাবেদ নুরুলকে বাসা থেকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের মাঠে নিয়ে চোখ ও মুখহাত বেঁধে নির্যাতন ও গুলি করে হত্যা করেন। এরপর ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূরের বাগোয়ান এলাকার খেলারঘাট কর্ণফুলী নদীর তীর রক্ষা বাঁধের ওপর তার লাশ ফেলে রাখা হয়। পরদিন ৩০ মার্চ হাতপা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক সংকট, বিঘ্ন ঘটছে শ্রেণি কার্যক্রমে
পরবর্তী নিবন্ধকন্টেনার ও কার্গো হ্যান্ডলিংয়ে গতি,কমেছে জাহাজের ওয়েটিং টাইম