৫ ডিসেম্বর লালদীঘির মহাসমাবেশ সফল করার আহ্বান

চট্টগ্রামে ৮ দলের নেতৃবৃন্দের যৌথ বৈঠক

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বীর চট্টলার ইতিহাস ঐতিহ্য অনেক তাৎপর্যপূর্ণ। ৩৬ জুলাইয়ের আন্দোলনে শহীদ ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরামসহ ১২ জন শাহাদাত বরণ করেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে, ১৯৯১ সালে ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। গতকাল রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আন্দোলনরত আট দলের চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের যৌথসভায় সভাপতির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই আন্দোলনে হত্যাকারীর দোসরদের নিষিদ্ধ করতে হবে। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর নগরীর লালদীঘির মাঠে বিভাগের মহাসমাবেশ সফল করার জন্য সকল দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিস বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টি( জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফ্‌ফর মোহাম্মদ আনাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি মুহাম্মদ নুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে আমীর আলা উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, দক্ষিণ জেলা জামায়াতে সেক্রেটারি অধক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার নায়েবে আমির মুফতি মাওলানা শিহাব উদ্দিন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মোবিনুল হক, নেজাম ইসলাম পার্টির মহানগর সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানী, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নেজাম ইসলাম পার্টির এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হারুন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর জয়েন্ট সেক্রেটারি এনায়েত উল্লাহ আল মাদানী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সেক্রেটারি মাওলানা রিদুয়ানুর ওয়াহেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সহ সভাপতি মাওলানা জালাল উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা হাবিবুল্লাহ আজাদী, বিডিপি সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নেতা অ্যাডভোকেট নেজাম উদ্দিন, নগর জামায়াতে কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, দ্বীন মুহাম্মদ রব্বানী, মুহাম্মদ জাহেদ হাসান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ শামসুল আলম, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, আবরারুর হক, মুহাম্মদ ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘোষিত ৩১ দফা এদেশের আপামর জনগণের মুক্তির সনদ : সরওয়ার জামাল
পরবর্তী নিবন্ধএক্স লিও প্রেসিডেন্ট ফোরামের পুনর্মিলনী