এক্স লিও প্রেসিডেন্ট ফোরামের পুনর্মিলনী

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লিও জেলা৩১৫ বি৪ বাংলাদেশের সাবেক লিও জেলা সভাপতি ও প্রাক্তন লিওদের পুনর্মিলনী গত শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এক্স লিও প্রেসিডেন্ট ফোরামের উদ্যোগে লিও জেলা প্রাক্তন সভাপতি ও ফোরামের সভাপতি লায়ন্‌ কামরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোসলেহ উদ্দিন অপু। লিও জেলার সাবেক সভাপতি লায়ন আনিসুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর, বিসিবি পরিচালক লায়ন মঞ্জুর আলম মঞ্জু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ূম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রাক্তন লিও অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, কেবিনেট সচিব লায়ন আবু মোর্শেদ, লায়ন গাজী মো. শহিদুল্লাহ,ডা. প্রকাশ কুমার চৌধুরী,লায়ন আশিষ ভট্টাচার্য্য, লায়ন নাবিউল হক সুমন, লায়ন জাকিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন নেওয়াজ খান রিমন,লায়ন গজনবী,লায়ন হেলাল উদ্দিন,লায়ন আবু নাসের রনি,লায়ন রেজাউল আবেদীন,লায়ন খলিলুল্লাহ চৌধুরী সাকিব,লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন ওবায়দুল হক প্রমুখ। এসময় প্রাক্তন লিও জেলা সভাপতি ও প্রাক্তন লিও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ ডিসেম্বর লালদীঘির মহাসমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ