দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সকল নির্যাতনের জবাব দিন

সাতকানিয়ার সোনাকানিয়ায় শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, আমি বড় মজলুম, বড় নির্যাতিত। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাকে ১৮ বছরের মধ্যে ৯ বছর কারাগারে আটকে রেখেছিল। তিনি জানান, কারাবন্দি অবস্থায় তাঁর মায়ের মৃত্যু হলেও শেষ দেখা দেখা তো দূরের কথা, দাফনে অংশ নিতেও দেওয়া হয়নি। তিনি বলেন, সাতকানিয়া লোহাগাড়ায় শত শত মামলা দিয়ে অসংখ্য জামায়াতশিবির নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়। হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে। তিনি সব অত্যাচারনির্যাতনের প্রতিশোধ নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি গত শনিবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া, ডিলারপাড়া, হাতিয়ারকুল, বোর্ড অফিস, লাল মিয়া জমাদারপাড়া, দয়ারপাড়া, সিদ্দিকিয়া মাদ্রাসা, সওদাগরপাড়া, মধ্যম হাতিয়ারকুল ও গারাঙ্গিয়া সোনাকানিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোছাঈন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়ন আমীর শাহাদাত হোসেন চৌধুরী, সেক্রেটারি ডা. মনিরুল ইসলাম, মহিউদ্দিন,সহকারী ডা. মোহাম্মদ নুরুন্নবী, জাফর আলম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মহিবুল্লাহ, ডা. মো. আইয়ুব, হাফেজ শামসুল আলম, শহীদুল ইসলাম, আবু সুফিয়ান ও মাস্টার আবু সুফিয়ান।

পূর্ববর্তী নিবন্ধআগুন সন্ত্রাস করে আ.লীগ ফিরে আসতে পারবে না
পরবর্তী নিবন্ধপরিবহন মালিক শ্রমিকদের সমন্বয়ে একটি কল্যাণ ফান্ড গঠন করতে হবে