পরিবহন মালিক শ্রমিকদের সমন্বয়ে একটি কল্যাণ ফান্ড গঠন করতে হবে

অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উদ্দিন

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (২০২৫২০২৭) অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সংগঠনটির সাবেক প্রশাসক শরিফ উদ্দিন বলেছেন, পরিবহন মালিকশ্রমিক সবাইকে নিয়ে একটি কল্যাণ ফান্ড করা যায় কিনা সেটি সমিতির নেতৃবৃন্দ ভাবতে পারেন। এতে পরিবহন সেক্টরের মালিক শ্রমিকগণের সংকটের সময়ে কল্যাণ ফান্ড ভূমিকা রাখবে। গত শনিবার দুপুরে নগরীর নেভাল এভেনিউ সড়কের চট্টগ্রাম অফিসার্স ক্লাবে আয়োজিত অনু্‌ষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক ড. কফিল উদ্দিন আহম্মেদ বলেন, টি.ও লাইসেন্স কর্তৃক মালিক গ্রুপের সাথে সবাই মিলে চট্টগ্রাম জেলায় পণ্য পরিবহন সংগঠনগুলো নিয়ে একটি আঞ্চলিক ফেডারেশন করলে সকল পণ্য পরিবহন মালিকগণ উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনচট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি একরামুল করিম, মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি লায়ন এম এ মুছা বাবুল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব মো. আহসান উল্ল্যাহ চৌধুরী, প্রাইম মুভার ও ট্রেইলার্স ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হোসেন, আন্তঃজেলা মালবাহী পরিবহন সংস্থা চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলি আহমদ, ফারুক খান সৈয়দ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার বলেনআমাদের ট্রাকের নির্দিষ্ট কোন র্টামিনাল না থাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখতে হয়। তাই প্রশাসন ও মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে একটা সেন্ট্রাল র্টামিনালের জোর দাবি জানাই। চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার ও সহসভাপতি মোহাম্মদ শাহজাহান’র পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেননাজিম উদ্দিন, সাইদুল আলম, মো ওসমান, রাজিব মোহাম্মদ মোস্তফা, আমিন উল্ল্যাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িপাল্লায় ভোট দিয়ে সকল নির্যাতনের জবাব দিন
পরবর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবাষিকী পালিত