ইসরায়েল-পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, হুথি আদালতে ১৭ জনের মৃত্যুদণ্ড

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে হুথিনিয়ন্ত্রিত আদালত ১৭ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিয়েছেন। খবর বাংলানিউজের।

গত শনিবার সকালে রাজধানী সানায় অবস্থিত স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করেন। হুথিনিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত গুপ্তচর চক্রের সেলে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। হুথি গণমাধ্যমের তথ্যমতে, আদালত রায়ে নির্দেশ দিয়েছেন মৃত্যুদণ্ড জনসমক্ষে কার্যকর করার জন্য, যাতে তা ভবিষ্যতের জন্য নিরুৎসাহজনক উদাহরণ হয়ে থাকে।

গণমাধ্যমগুলো ১৭ অভিযুক্তের নামের তালিকাও প্রকাশ করেছে। মামলায় কয়েকজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, একজন নারী ও পুরুষকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হুথিনিয়ন্ত্রিত আদালত। আরেকজনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। মোট ২০ জনের বিচার হয়েছে মামলায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫ .০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ