চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১৫.০২ কোটি টাকা। ১,১৫১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৪৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৭৬.৫৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৫.৪৩ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৩.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ৫৬.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৫৮৯.৭৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৭,১৪৫.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৭.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫ টির, দাম কমেছে ৫৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।







