গ্রুপ থিয়েটার উৎসবে নাটক ‘কর্ণ-কুন্তি সংবাদ ও হিড়িম্বা’ মঞ্চস্থ

আজ কালপুরুষ নাট্য সমপ্রদায়ের নাটক ‘নির্ভার’

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ১০ ম দিন গতকাল রোববার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যাধারের দুটি ‘কর্ণকুন্তি সংবাদ ও হিড়িম্বা’। কর্ণকুন্তি সংবাদ হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাট্যকাব্য যেখানে মহাভারতের প্রেক্ষাপটে কর্ণ ও কুন্তীর মধ্যে একটি কাল্পনিক সাক্ষাৎকারের বর্ণনা দেওয়া হয়েছে। এই কাহিনিতে কুন্তী তার বড় ছেলে কর্ণকে তার মায়ের পরিচয় দেন, যখন সে পাণ্ডবদের বিপরীতে কৌরবদের পক্ষ হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেন। মাতা কুন্তী সূর্যপুত্র কর্ণকে পঞ্চভ্রাতার পক্ষে ফিরিয়ে আনতে সিংহাসনরাজ্যলোভ দেখালেও, বীর কর্ণ সে আহ্বান দৃঢ় চিত্তে প্রত্যাখ্যান করে। কোন জয়লোভে যশোলোভে রাজ্যলোভে তিনি ভ্রষ্ট না হয়ে, পরের দিন কৌরবের পক্ষ হয়ে বীরের সদ্গতি মোতাবেক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দকার মর্তুজা আলী নির্দেশিত নাটকটিতে অভিনয়ে ছিলেন নাসরিন সরওয়ার মেঘলা ও মোহাম্মদ রাসেল। নারীদের সমকালীন জীবন যন্ত্রণার সূচনা আদি ভারতে। কেমন ছিল সেই সময়কার নারীদের অবস্থা ও অবস্থান তা হিড়িম্বা চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে চিত্রায়িত হয়েছে হিড়িম্বাতে। বর্তমান সময়কালেও যে নারীর প্রতি সহিংসতা চলমান তার প্রতি ইঙ্গিত করার মাধ্যমে নাট্যাখ্যানটিকে সমকালীন করে তোলার একটি প্রচেষ্টা লক্ষণীয়। হিড়িম্বার আখ্যানকার রুবাইয়াৎ আহম্মদ ও প্রয়োগকার মোস্তফা কামাল যাত্রা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জামাল হোসাইন মনজু, সুপ্রিয়া চৌধুরী, নাসরিন সরওয়ার মেঘলা, কাসিফ মাহমুদ, সুজন, সুযশ চৌধুরী, নাফিস তাজওয়ার, সাদমান চৌধুরী, মাফতুহা মুনমুন ও জসীমউদ্দিন আহমেদ।

সন্ধ্যে ৬ টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্যকর্মী অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় দলীয় নৃত্য পরিবেশন করে সুরাঙ্গন বিদ্যাপীঠ ও ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র। নৃত্য পরিচালনায় ছিলেন স্বপন দাশ ও হিল্লোল দাশ। আজ ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যে ৭ টায় মিলনায়তনে নাটক ‘নির্ভার’ পরিবেশন করবে কালপুরুষ নাট্য সমপ্রদায়। সন্ধ্যে ৬টায় মুক্তমঞ্চে মূকাভিনয় পরিবেশন করবে সাইলেন্ট থিয়েটার দলীয় সঙ্গীত পরিবেশন করবে ‘স্বরলিপি সঙ্গীত পরিষদ’।

পূর্ববর্তী নিবন্ধপ্রায় দুই বছর পর্দায় নেই মিম, ফিরবেন কবে?
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫ .০২ কোটি টাকা