সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্বের শেষ খেলায় তারা ২–০ গোলে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। এ জয়ে ব্রাদার্স ইউনিয়ন ৪ খেলা শেষে ৭ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট তালিকায় তাদের স্থান দ্বিতীয়। কল্লোল গ্রীণ চার খেলা শেষে পেয়েছে মাত্র ১ পয়েন্ট। তারা পয়েন্ট তালিকায় পঞ্চম বা সর্বশেষ স্থান দখল করে। ৯ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে আছে মোহামেডান। ৫ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।
প্রথম পর্বের খেলা শেষে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এই ৪টি দল হচ্ছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্র্টিং ক্লাব, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, ব্রাদার্স ইউনিয়ন। প্রথম সেমিফাইনালে খেলবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন মোকাবেলা করবে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে। গতকাল প্রথম পর্বের শেষ খেলায় ব্রাদার্স ইউনিয়ন মোটামুটি প্রাধান্য বিস্তার করেই খেলে। সুযোগে তারা দুটো গোলও আদায় করে নেয়। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীণ মাঝে মাঝেই বেশ হামলা চালায় ব্রাদার্স রক্ষণভাগে। কিন্তু কাজের কাজ গোল করা হয়ে উঠেনি তাদের।
গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী ব্রাদার্স ইউনিয়ন এক গোলে এগিয়েছিল। খেলার ২৮ মিনিটের সময় একটি আক্রমণ থেকে বল পেয়ে পুশ করে বল জালে ঠেলে দিয়ে ব্রাদার্সকে এগিয়ে নেন দলের মো. আমিরুজ্জামান সায়মন (১–০)। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলেছে। তবে গোল মুখে গিয়েই খেই হারিয়ে ফেলছিল তারা। এ অর্ধের ২২ মিনিটে সামনে প্রতিপক্ষের গোলকিপারকে একা পেয়েও ব্রাদার্সের সায়মন মিস করেন। বল বাইরে চলে যায়। ৩০ মিনিটে কল্লোলের হাফিজের আক্রমন ক্লিয়ার করেন ব্রাদার্সের কিপার সাদ্দাম হোসেন। দু’মিনিট বাদে গোলশোধের আরো একটি সুযোগ পায় কল্লোল সংঘ। বদলি বেলাল লম্বা করে বল বাড়ান ডানদিকে থাকা আবদুল্লাহ আল নোমান দিপুকে। দিপু চমৎকারভাবে বল দেন মাঝ বরাবর এগুতে থাকা রাশেদ আহমদকে। রাশেদ বলটি মেরে দেন বারের উপর দিয়ে। এরপর ব্রাদার্সের বদলি খেলোয়াড় আমজাদ হোসেন গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। কিছু পরেই আরেক বদলি শেফায়তুলের শট কল্লোল কিপার সালাউদ্দিন সেভ করেন। তবে ইনজুরি টাইমে কল্লোল আর রক্ষা পায়নি। ব্রাদার্স আরো একটি গোল পায়। বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে সেই আমিরুজ্জামান সায়মনই আবার গোল করে (২–০)। এই স্কোর লাইনই শেষ পর্যন্ত বজায় থাকে। গতকাল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের দুই গোল পাওয়া মো. আমিরুজ্জামান সায়মন। খেলা শেষে তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চন্দনপুরা একাদশের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও লিটল ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুজিব এমরান বিপ্লব।
আজ টুর্নামেন্টের কোন খেলা নেই। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার, দুপুর ২.৩০ টায় সিসিএস মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্র্টিং ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে। ২৬ নভেম্বর বুধবার, দুপুর ২.৩০ টায় ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে জানা গেছে দুই সেমিফাইনালে টিকিট কেটে মাঠে আসা দর্শকদের জন্য লটারীর মাধ্যমে ২টি ফ্রিজ দেয়া হবে। ফাইনালে দর্শকদের জন্য লটারীতে থাকবে ১০টি পুরস্কার।











