সিসিএলে হেল্‌থ ক্লাবের পুরস্কার বিতরণী সম্পন্ন

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে জেন্টস ও লেডিস হেল্‌থ ক্লাবের পুরস্কার বিতরণী গত ২০ নভেম্বর বৃহস্পতিবার চিটাগাং ক্লাব সুইমিং পুল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান ও জেন্টস হেল্‌থ ক্লাবের মেম্বার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন লেডিস হেল্‌থ ক্লাবের মেম্বার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। এসময় ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাসেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, প্রমুখ সহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হেল্‌থ ক্লাবের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টে অনির্বাণ সংঘ চ্যাম্পিয়ন