নিজের শততম টেস্ট খেলে ফেলেছেন মুশফিকুর রহিম। যেখানে ব্যাট হাতে দুই ইনিংসেই রাঙিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১০৬ রান করার পরের ইনিংসে করেছেন অপরাজিত ৫৩ রান। এমন পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মুশফিক। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক জানিয়েছেন, একশ টেস্টেই থেমে থাকতে চান না তিনি। আরো কিছু টেস্ট খেলতে চান দেশের হয়ে। ২১ বছরের লম্বা ক্যারিয়ারের পরও তার কাছে এখনও প্রতিটি টেস্ট ম্যাচেই অভিষেকের অনুভূতি হয়। মুশফিক বলেছেন, ‘আল্লাহ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এতদিনে ১০০টা টেস্ট খেলেছি, সামনে আরো কয়েকটা খেলতে চাই। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। দেশের হয়ে ১০০ টেস্ট খেলার সৌভাগ্য সত্যিই বিশেষ। আজও মনে হচ্ছে যেন প্রথম ম্যাচটাই খেলছি। নিজেকে ভাগ্যবান মনে হয়।’ মুশফিক চান তরুণরা তার কাছ থেকে শিখুক, ‘আমি সত্যিই ভাগ্যবান! সতীর্থদের সঙ্গে যা কিছু পারি, সব ভাগ করে নিতে পারছি। একসময় নিজেকে তরুণ খেলোয়াড় মনে হতো, কিন্তু এখন আর তা নেই। এখন আমি দলে সিনিয়র, আর তরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব। আমি নিশ্চিত, ওরা আমার কাছ থেকেও শিখবে, অন্যদের কাছ থেকেও শিখবে। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে পারব।’












