চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিডিএ সিবিএর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
সিডিএ কনফারেন্স হলে গতকাল সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য প্রকৌশলী মোহাম্মদ জামিলুর রহমান, সচিব রবীন্দ্র চাকমা, চউক বোর্ড সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।
সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে সহ–সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম এ জা ইকবাল, কার্যকরী সদস্য মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আবুল বশর বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম বলেন, সিডিএ কর্তৃপক্ষ ও সিডিএ সিবিএ–এই প্রতিষ্ঠানের দুইটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতায় সিডিএর যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। তিনি সিবিএর সকল দাবি দাওয়া বিশেষ করে বিধি মোতাবেক যোগ্য সকলকে পদোন্নতি প্রদান, নতুন জনবল নিয়োগ, নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন, ৩ বছরের অধিক একস্থানে দায়িত্বরত সকলকে আভ্যন্তরীণ বদলিকরণ, সিডিএ’র বেদখলকৃত জায়গা আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে কর্মচারীদের মধ্যে বরাদ্দ প্রদান করা, সিলেকশান গ্রেড, টাইম স্কেল প্রদান, বার্ষিক পোশাক ও অন্যান্য প্রাপ্য সুবিধাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।












