প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ফল–২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক তামিম হোসেন, আসিফ মোহাম্মদ সাদ, নাদিম বিন হোসেন, তাশিন হোসেন, রওশন আকতার, ইসতিয়াক আহামেদ সাজিদ, মো. তৌকির শাহ ও চৌধুরী ফারিহা কামাল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।












