গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই ও জেআইসিতে গুমনির্যাতনের দুই মামলায় সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। এছাড়া পলাতক বাকি আসামিদের পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল রোববার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার পর ট্রাইব্যুনাল১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ নিয়োগ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। খবর বিডিনিউজের।

সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার আবেদন করেন। এ সময় আদালত তার আবেদন মঞ্জুর করে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বাঙালি পুঁথিসংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পল্লী বিদ্যুতের তিন ট্রান্সফরমার চুরি