রাউজান থানা পুলিশ অস্ত্র–গুলি ও ইয়াবাসহ পৌর এলাকার সুলতানপুর সরকারপাড়া থেকে ১৫ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ রিপন (৩৭)কে গ্রেপ্তার করেছে। যুবদল পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা রিপন পৌর ৪নং ওয়ার্ড জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুমিয়ার ছেলে।
গতকাল রোববার থানায় সংবাদ সম্মেলন করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেছেন, গত ২২ নভেম্বর পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পাওয়া গেছে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবাসহ ১ হাজার টাকা। পরে তার স্বীকারোক্তি অনুসারে ওই এলাকার একটি গরুর খামার থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি এলজিসহ ৪ রাউন্ড শটগানের কার্তুজ। তিনি জানান, রিপনের নামে মাদক, ডাকাতি, অস্ত্র ও খুনসহ ১৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল রোববার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।












