নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি গ্রিল ও চপ বিক্রি

হালিশহরে বেকারি ও হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন বউবাজার এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং অননুমোদিত ফ্লেভার ব্যবহারের দায়ে নিউ মডেল ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল রোববার সকালে চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেবনাথ।

একই এলাকায় অভিযানে আগের দিনের পচা বাসি গ্রিল ও চপ বিক্রির দায়ে ক্যাফে আম্মাজান হোটেলকে ৩০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে স্টার হোটেল অ্যান্ড বিরানি হাউসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক’ দেশ গড়ার প্রতিশ্রুতি তারেকের
পরবর্তী নিবন্ধরাউজানে ১৫ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার