টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান : উদ্ধার হয়নি নুরুল ইসলাম

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ১০:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে একের পর এক অপহরণের ঘটনায় পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে। এসময় কাউকে আটক করতে পারেনি।

রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমাধিক পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় সন্ত্রাসীদের একাধিক আস্তানা শনাক্ত করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলেও অপহৃত নুরুল ইসলাম (৫০) ও কোনো আসামিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্থানীয় দুষ্কৃতকারী ও রোহিঙ্গাদের নিয়ে গঠিত একটি সশস্ত্র চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, মানব পাচার ও অপহরণে জড়িত। অপহৃতকে উদ্ধার এবং চক্রটিকে ধরতে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ‘অপহরণ নাটকের’ আবু হানিফ উদ্ধার