মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে অগ্নিকাণ্ডে ৪ টি বসতঘর পুড়ে গেছে । গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীরা জানান, কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে মরহুম মোখলেছুর রহমানের পুত্র মৃত মো. নুর শফি ও নুরুল আজিমের বসত ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের বাড়িসহ ৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের প্রয়োজনীয় শীতের কম্বলসহ ৪টি হাইজেনিক কিট উপজেলা পরিষদের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ, স্মরণসভায় হুম্মাম কাদের
পরবর্তী নিবন্ধনির্মল কান্তি আচার্য্য