দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহিফল ও দস্তারবন্দী সম্মেলন হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভাপতির বক্তব্যে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ ইচ্ছায়–অনিচ্ছায় নানা রকমের গুনাহে জড়িয়ে পড়ে। এসব গুনাহের মূল কারণ হিসেবে হযরত রাসূলুল্লাহ (সা.) একটি বিষয়কে চিহ্নিত করেছেন। তিনি ইরশাদ করেছেন, ‘দুনিয়ার মোহই সকল গুনাহের মূল’। সুতরাং দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালমুখী হতে পারলে সহজেই আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকা যায়। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাকে ভালোবাসেন।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.) বলেন, ইসলামের আলোকে জীবনকে সাজাতে হলে সাহাবায়ে কেরামের নমুনায় জীবনকে সাজাতে হবে। সাহাবায়ে কেরামকে যারা নমুনা মানবে না, তারা বাতিল ও বিভ্রান্ত। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তিনি আখেরী নবীর উম্মত হিসেবে আমাদেরকে কোরআন দিয়েছেন। মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ড. নূরুল আবছার আযহারী ও মাওলানা আনওয়ার শাহ আযহারীর সঞ্চালনায় মাহফিলে অন্যদের মধ্যে আরও বয়ান করেন –শায়খুল হাদীস শেখ আহমদ, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবু তাহের নাদভী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা মুফতি জসীম উদ্দিন, মাওলানা উসমান ফয়জী, আব্দুল মতিন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা নুরুল আমিন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা সা’দাত হোসাইন, মাওলানা লোকমান, মাওলানা মুফতি নুরুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।












