আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ১৮নং বাকলিয়া ওয়ার্ডস্থ সৈয়দ শাহ আমান আলী পেশকার বাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস. এম সাইফুল আলম। এ সময় তিনি মুসল্লিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন এবং মুসল্লিদের বিএনপির ৩১ দফা রূপেরেখা হাতে তুলে দেন। নামাজ শেষে মিছিল সহকারে পেশকার বাডী, কাসেম আলীর বাডী, সৈয়দ শাহ রোড, মিয়া খান রোড প্রদক্ষিণ করে বাকলিয়া এক্সেস রোডে নির্বাচনী গণসংযোগ ও বিএনপির ঘোষিত রূপরেখা বিতরণ সমাপ্ত করেন।
পথসভায় মনোনয়ন প্রত্যাশী এস. এম সাইফুল আলম বলেন– ১৬ বছরে শেখ হাসিনা দেশ থেকে নির্বাচন ব্যবস্থা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে। তিনি দেশের গণতন্ত্র কবর রচনা করেছিলেন। ৫ই আগষ্টের পর এ ব্যবস্থা বিলোপ হয়েছে। দেশ এখন গণতন্ত্রের মহাসড়কের দিকে হাঁটছে। দেশের মানুষ আগামী নির্বাচনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট নিশি রাতে হবেনা। কবরবাসিরাও আর ভোট দিতে আসবেনা। গণসংযোগে অংশ নেন কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশা, ১৮নং বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মোঃ রাসেদ, বিএনপি নেতা মোঃ লেয়াকত, নুর ইসলাম, আবদুল মালেক, মোঃ মোরশেদ, শাহদাত হোসেন রাকিব, মোঃ ইসমাম, মোঃ শাওন, মোঃ ইমন, মোঃ ইমাম, মেহেরাব, মোঃ আজাদ, রাকিব, আবদুল হালিম, এম. এ হাসনাত, আব্বাস উদ্দিন, আনিস আহমেদ বাচ্চু, হাজী মোহাম্মদ মহসীন, বদিউল আলম, তাহের, আজাদ, শাহনেওয়াজ হাসান, মুজিবুর রহমানসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












