নাট্যাধারের ‘কর্ণ-কুন্তি সংবাদ ও হিড়িম্বা’ আজ

গ্রুপ থিয়েটার উৎসবে অস্পৃশ্য মঞ্চস্থ

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমিত চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৯ম দিন গতকাল শনিবার মূল মিলনায়তনে কথক থিয়েটার পরিবেশন করে নাটক ‘অস্পৃশ্য’। অস্পৃশ্য কাহিনী সূত্র : সৈয়দ ওয়ালীউল্লাহ, নাট্যরূপ : শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য। নাটকটিতে অভিনয় করেছেন : জয় প্রকাশ চৌধুরী, সুশান্ত কুমার সেন, মুহাম্মদ শাহ্‌ আলম, উত্তম কুমার বিশ্বাস, নিলয় মুহাম্মদ, আশেক মাহবুব শুভ, বাপ্পী বড়ুয়া, লাকী নাথ, সুব্রত পাল ও প্রিয়া চৌধুরী।

সন্ধ্যে ৬ টায় নাট্যকর্মী জুয়েনা আফসানা জেমির সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে দীপ শিখা নৃত্যগোষ্ঠী এবং পথনাটক ‘গুপ্ত বিদ্যা পরিবেশন করে ‘নন্দন’। পাণ্ডুলিপি দুলেন্দ্র ভৌমিক, সম্পাদনায় শাহরিয়ার হান্নান ও নির্দেশনা শাহীন চৌধুরী।

আজ রবিবার সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে নাটক ‘কর্ণকুন্তি সংবাদ ও হিড়িম্বা’ পরিবেশন করবে নাট্যাধার। সন্ধ্যে ৬টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে সুরাঙ্গন বিদ্যাপীঠ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুরপঞ্চম সংগীত নিকেতনে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে বিবাদ, কংগ্রেস ছাড়ছেন রিপাবলিকান টেলর গ্রিন