সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২–১ গোলে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। চসিক একাদশ সমান খেলা শেষে ৬ পয়েন্ট অর্জন করে সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে এটি মোহামেডানের প্রথম পরাজয়। আগের তিনটি খেলায় জয় পেয়ে তারা তালিকার শীর্ষে অবস্থান করছে। ৪ খেলায় তাদের পয়েন্ট ৯। মোহামেডান এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব আগেই সেমিফাইনালে উঠে যায়। গতকালের খেলায় প্রথম গোল করেছিল মোহামেডান। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই তারা গতকাল মাঠে নামে।
মূলত সাইড বেঞ্চারদের সুযোগ দিতেই তাদের এ পরিকল্পনা। তাদের নিয়েই প্রথমার্ধে ক্রমাগত আক্রমন করে গেছে তারা। খেলার ১৭ মিনিটের সময় প্রথম গোল পায় মোহামেডান। ডানদিকে গড়ে উঠা আক্রমন থেকে আশিকের বাড়ানো বল জালে প্লেস করেন আগুয়ান তাওহীদুল ইসলাম। মোহামেডান এগিয়ে যায় ১–০ গোলে। পাঁচ মিনিট বাদেই সাকিবের শট সাইডবার ঘেঁষে বাইরে গেলে গোল বঞ্চিত হয় মোহামেডান। এরপরও নিজে নিজেই চেষ্টা করতে গিয়ে সাকিবের আরেকটি শট বাইরে চলে যায়। প্রথম গোলের ১০ মিনিট বাদেই গোল শোধ করে দিতে সক্ষম হয় চসিক একাদশ। কাদিমের ক্রস থেকে ছোট বক্সের বাইরে থাকা নিশান দাশ দর্শনীয় হেডে বল জালে জড়িয়ে দেন (১–১)। ৩৪ মিনিটে জালালউদ্দিনের নেয়া ফ্রি কিক মোহামেডান খেলোয়াড়দের গায়ে লেগে প্রতিহত হয়।
সমতায় প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমন প্রতি আক্রমণ করে খেলে। ৪৬ মিনিটে নিশ্চিত একটা সুযোগ হারায় চসিক একাদশ। জালালউদ্দিনের বাড়ানো বল পেয়ে কাদিম সামনে একা থাকা মোহামেডান কিপার হাসানের গায়ে মেরে দেন। এরপর মোহামেডানের বদলি মিজান ঠিকমতো মাথা ছোঁয়াতে না পারায় গোল করতে ব্যর্থ হন। সিটি কর্পোরেশনও এরপর সুযোগ মিস করে। তবে ৬৭ মিনিটের সময় খেলায় এগিয়ে যায় তারা। হৃদয়ের সেন্টার থেকে কিপার হাসানের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে আমানুল্লাহ সোহান হেডে গোল করেন।
চসিক একাদশ এগিয়ে থাকে ২–১ গোলে। মোহামেডান এ গোল শোধ দিতে ৭০ মিনিটে প্রচেষ্টা চালায়। তবে খোরশেদের ক্রসে নকির হেড সাইডবার ঘেঁষে চলে যায়। এরপরও মোহামেডান অনেকগুলো আক্রমণ করে। একবার তাদের কর্ণার সিটি কিপার জাকারিয়া ঠিকমতো গ্লাভসে নিতে পারেনি। মোহামেডান সে সুযোগ নিতে ব্যর্থ হয়। সিটির রক্ষণভাগও মোহামেডানের বাদবাকি আক্রমনগুলো সামাল দিতে সক্ষম হয়। ফলে টুর্নামেন্টে মোহামেডানকে প্রথম পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়। গতকাল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের আমানুল্লাহ সোহান। খেলা শেষে তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন সিটি ক্লাবের সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তাসবির হাকিম ও এম এইচ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহবাজ মুনতাসির চৌধুরী। আজ ২৩ নভেম্বর রবিবার, দুপুর ২.৩০ টায় কল্লোল সংঘ গ্রীণ এবং ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের বিরুদ্ধে খেলবে।












