কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলায় ক্রিয়েটিভ বয়েজ আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট গতকাল উদ্বোধন করা হয়। কাপ্তাই নতুন বাজার আনন্দমেলা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ। সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সালাহ উদ্দীন রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আনিছুর রহমান, মো. জাকির হোসেন, মোহাম্মদ ইব্রাহিম এবং মো. ইকরাম হোসেন বেলাল। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি মো. দিলদার হোসেন মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলায় কাপ্তাই নতুন বাজার একাদশ ৪২ গোলে চিৎমরম বাজার একাদশকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রিমিয়ার ইউনিভার্সিটি কোয়ার্টার ফাইনালে