কর্ণফুলীতে জকির আহমেদ মামুন (৫০) নামে উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
পুলিশ জানায়, চরপাথরঘাটা এলাকার বাসিন্দা জকির আহমেদ মামুনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলাসহ আরও একটি মামলায় সাজার রায় রয়েছে। এ কারণে তাকে চিহ্নিত আসামি হিসেবে খুঁজছিল পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












