আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি

সীতাকুণ্ডে ৪০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহপাহাড়তলী) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে উপজেলার বড়দারোগার হাট থেকে শুরু করে নগরীর একেখান মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেছে। ঢাকাচট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

গতকাল শনিবার ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও মহানগরীর ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে শ্লোগান দেন । এসময় বিভিন্ন স্পটে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী নিজের ব্যবসা বাণিজ্য, ধনসম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। শুধু মাত্র রাজনৈতিক কারণে চার দফায় তিনি প্রায় ১১বছর জেলখানায় কাটিয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সবস্তরের মানুষের জন্য কাজ করেছেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর দুই ভাইয়ের মৃত্যু হলেও তিনি কখনো মনোবল হারাননি। কোনো আঁতাত করেননি এই রকম দৃঢ় প্রত্যয়ী নেতাকে মনোনয়ন না দেয়া একধরণের অবজ্ঞার শামিল। বক্তারা চট্টগ্রাম৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহপাহাড়তলী) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার কোদালা মাদ্রাসার বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের সভা